শেরপুর বিচার বিভাগে গভর্নমেন্ট প্লিডার (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপিসহ ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে নিয়োগ সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। একই আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- জিপি পদে অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি পদে অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। নবনিযুক্ত জিপি খন্দকার রকীব জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, পিপি আব্দুল মান্নান জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে অন্য আইন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আবুজার গাফফারী। অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম আতাহার ও অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান। সহকারী জিপি (এজিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আফছার উদ্দিন, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মো. আশরাফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শারমিন সুলতানা বিথী ও অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ভুইয়া। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পিপি নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল হক। এছাড়া সহকারী পিপি (এপিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচু, অ্যাডভোকেট মুন্সী মো. মহসিন, অ্যাডভোকেট মোছা. রওশন আরা বেগম, অ্যাডভোকেট মো. গোলাম হক সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ হারুন-অর-রশিদ বাচ্চু, অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল, অ্যাডভোকেট মো. আদিলুজ্জামান, অ্যাডভোকেট মো. আল-আমিন, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল, অ্যাডভোকেট মোহাম্মদ সুজাউদদৌলা, অ্যাডভোকেট মোক্তারুজ্জামান মুক্তার, অ্যাডভোকেট মো. জমশেদ আলী, অ্যাডভোকেট মো. মাছউদুর রহমান শামীম, অ্যাডভোকেট এটিএম হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট সৈয়দ হাবিবুর রহমান রুনু, অ্যাডভোকেট মো. শেখ শাহেদ রহমান, অ্যাডভোকেট মো. মতিউর রহমান (২) ও অ্যাডভোকেট মো. বজলুর রহমান। এদিকে ওই দিনই বিকেলে নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২৮ জন শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তাদের যোগদানপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান জানান, বুধবার থেকে আমরা আদালতে আইনগত দায়িত্ব পালন শুরু করেছি। আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।