যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের রাস্তার পাশে সাহেব আলী (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে। তার মৃত্যু রহস্যজনক বলে মনে এলাকাবাসী মনে করছেন। মরদেহের পকেটে থাকা এন আই ডি কার্ড থেকে তার পরিচয় মিলেছে। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, আজ বুধবার ভোরে মাটিকোমরা-কুল্লা সড়কের পাশে মরদেহটি দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা সেখানে পৌঁছায়। স্থানীয়রা জানান, মরদেহটি মাটিকোমরা গ্রামের ওহাব গাজীর ছেলে সাহেব আলীর। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।