বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে রামেশ্বরপুরে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে অবস্থান করছেন এক এনজিও কর্মী।জানাগেছে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে ব্যবসায়ী আব্দুর রউফের সাথে একই এলাকার তেজপাড়া গ্রামের এক এনজিও কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফলে, বিয়ের প্রলোভনে ওই ব্যবসায়ী তার প্রেমিকার কাছথেকে টাকা ধার নেয়। বিয়ের কথা বললে রউফ বিভিন্ন তালবাহানা করতে থাকে। ওই এনজিও কর্মী বিয়ের দাবিতে রউফ'র বাড়িতে অবস্থান নিলে, সুকৌশলে ব্যবসায়ী রউফ বাড়ি থেকে পালিয় যায়। রউফ'র ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। এ বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।