কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ভেড়ামারা সড়কের কল্যাণপুর নামক স্থানে স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় র্যাব ১২এর একটি আভিধানিক দল ডি এম পির অধীন ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া উক্ত বিদেশি শট গান উদ্ধার করে সোমবার রাত ১০ টার দিকে। উদ্ধার কৃত শট গান মঙ্গলবার দৌলতপুর থানায় জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।