মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কমিটি গঠন গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমানকে সভাপতি এবং খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক পদে কণ্ঠভোটে মনোনিত করা হয়।সম্মেলনের প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা আল মামুন এ কমিটি ঘোষনা করেন। এসময় জেলার সাধারণ সম্পাদক ও বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রথম ধাপে রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র শাখারী নেছারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হাসান তালুকদার ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন,শেখর নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,ছাতিয়ানতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ,রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেন প্রমুখ। এর আগে সাধারণ সম্পাদক সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ কমিটি পরবর্তি তিন বছর দায়িত্ব পালন করবে।