ভূরুঙ্গামারী উপজেলার ১০ ইউনিয়নের সকল গ্রাম পুলিশের উপস্থিতিতে আজ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও মোঃ গোলাম ফেরদৌস পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় শেষে তিনি ৯৫ জন গ্রাম পুলিশের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে ২ জনকে পরিচয় পত্র গলায় পড়িয়ে দেন। বাকি পরিচয়পত্রগুলি ১০ ইউনিয়নের প্রধানের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ তাহমিদুল ইসলাম সহকারী কমিশনার(ভূমি), মোঃ ওয়ারেছ আলী এও, মোস্তাফিজুর রহমান মুকুল সিএ।