কয়রায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় ঘুগরাকাটি বাজার চত্বরে বাগালী ইউনিয়ন বিএনপি এই সম্প্রীতির সমাবেশের আয়োজন করে। বাগালী ইউনিয়ন বিএনপি নেতা এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, সেচ্ছাসেবক দল নেতা ডাঃ নূর ইসলাম খোকন, ইউপি সদস্য নূর ইসলাম খোকা, ডি এম হেলাল উদ্দীন, কৃষকদল নেতা এস এস গোলাম রসুল, বাগালী ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদুর রহমান বাপ্পা, এস এম আলাউদ্দিন, আঃ সামাদ সরদার, আতিয়ার রহমান,তৈয়বুর রহমান, গোলাম রেজা, আজিবার রহমান, আবুল কালাম, মহিলা দল নেত্রী মমতাজ বেগম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ প্রমূখ।