বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বিএল কলেজের তৎকালীন ক্যাম্পাস সেক্রেটারি ও ৪২ তম শহীদ আমিনুল ইসলাম বিমানের মাতা আনোয়ারা বেগম (৬২) ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খুলনা মেডিকেল কলেজ একাডেমি ভবন মাঠে মরহুমার জানাযায় ইমামতি করেন তার ভাতিজা হাফেজ তাজিম । জানাজায় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ফারাজী, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গওসুল আযম হাদী, বিএল কলেজের ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, খানজাহান আলী মহাবদ্যিালয়ের অধ্যক্ষ এস এম দাউদ, অধ্যাপক জোবায়ের হোসেন, মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স ম এনামুল হক, সাবেক সভাপতি মুশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম, মহানগরী সেক্রেটারি এসএম নুরুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমার ছেলে অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। এদিকে শহীদ আমিনুল ইসলাম বিমানের মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, সহকারী মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি এস এম নূরুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান। #আব্দুর রাজ্জাক রানা।