ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)'র ৩৬টি ডিভিশনে ঝটিকা অভিযান পরিচালনা শুরু করেছে ডিপিডিসির প্রশাসন। পাশাপাশি সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের উর্দ্ধে সকল কর্মকর্তা-কর্মচারিদের বদলির কার্যক্রম প্রক্রিয়াধীন। বদলির সাথে ঘুষ-দুর্নীতির অভিযোগে অপরাধীকে শাস্তির আওতায় নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তা। সম্প্রতি নতুন সংযোগ প্রদান এবং ঘুষ কেলেঙ্কারীর অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে দোষীদের শাস্তিমূলক বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে চলা এমন অভিযোগ থেকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন প্রতিরোধে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংস্থাটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। গত ৭ নভেম্বর থেকে ঝটিকা অভিযান পরিচালনায় উর্দ্ধতন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন এমডি। যাদের নিযুক্ত করেছেন তাঁরা হলেন-নির্বাহী পরিচালক এইচ আর (প্রশাসন) সোনামনি চাকমা এবং নির্বাহী পরিচালক অপারেশন কিউ এম শফিকুল ইসলাম। ইতোমধ্যে মগবাজার এবং নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি ডিভিশনে হঠাৎ অভিযান পরিচালনা করেন দুই কর্মকর্তা। তাদের চাহিদা অনুযায়ী নথিপত্র উপস্থাপন করতে না পারলে বিধি মতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা। প্রশাসনিক কর্মকর্তা সোনামণি চাকমা বলেন, সরকারের প্রজ্ঞাপন অনুসরণ করে তিন বছরের অধিক সময় যারা একই ডিভিশনে কর্মরত রয়েছে তাদের বদলির কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি এই প্রতিবেদকে বলেন, এমডি সারের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ে ডিপিডিসি যে সব ভবন ভাড়া নিয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ পরিচালনা করছে সে সব ভবন নিজস্ব বিল্ডিংয়ে স্থানান্তর করার দির্দেশ দেয়া হয়েছে। এডমিন জানান বিদ্যুৎ সঞ্চালনে কোন প্রতিবন্ধকতা আছে কি না এবং গ্রাহকদের কোন সমস্যা রয়েছে কি না সে সব নিরসনে দিকনির্দেশনা দেয়া হয়। তিনি বলেন সমস্যা নির্ধারণ করতে আমি সরেজমিন পরির্দশনে যাই এবং সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি।