কয়রায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের সমাপনী সভা গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস। এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম,
প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির,পরিত্রানের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, দলিত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক কুমার দাস, কেশবপুর উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি সুফিয়া পারভীন শিখা, কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সাধারণ সম্পাদক বিদেশ রঞ্জন মৃধা, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, মানব কল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, আইসিডির সদস্য আশিকুজ্জামান আশিক, শিশু সুরক্ষা কোয়ালিশানের সদস্য অভিজিত মহলদার, মুর্শিদা আক্তার, সাধনা মুন্ডা, ধীরাজ মাহাতো, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা, সদস্য নমিতা মুন্ডা প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ আদিবাসী মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।