রাজশাহীর পুঠিয়ায় আইনশৃঙখলার চরম অবনতি। সরকার পতনের পর ৭টি স্থানে প্রকাশ্যে বিভিন্নরকম জুয়া খেলা। উপজেলার জুড়ে অলিতেগলিতে অনলাইন জুয়ার ছড়াছড়ি। এরপর এলাধিক স্থানে মাদকের রমরমা কেনাবেচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সদরের গিয়াস উদ্দিন নামের ব্যক্তি বলেন,আগে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙখাবাহিনীর চাপে প্রকাশ্যে প্রতিদিন লাখ লাখ টাকার চিহ্নিত কয়েকজন জোয়ারী জুয়া খেলতে পারতো না। কিন্তু এখন সরকার পতনের পর জোয়ারীরা জুয়া খেলায় সত্রিুয় হয়ে উঠেছে। ফুলবাড়িয়া এলাকায় বিকাল হতে রাত পর্যন্ত কাট্টির মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়া খেলাই রফিক ও মামুন। পালোপাড়ার তাহেরের মোড় হতে দুর্লভপুর বাজারের মাঝের আম বাগানে তিন তাস জুয়া খেলাই পালোপাড়ার মামুন। গাওপাড়া ঢালান এলাকায় মিন্টু, ভালুকগাছির গোটিয়া এলাকায় রাকিব,বিড়লদহ,বানেশ্বর ও মোল্লাপাড়া বাজার এলাকায় প্রতিদিন জুয়া খেলা হচ্ছে। সদরের রাজবাড়ি বাজারে বর্তমানে অনলাইন জুয়া খেলার স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এখান হতে উপজেলার অলিতেগলিতে যে অনলাইন জুয়া খেলা হচ্ছে তার টাকা লোড করা হয়ে থাকে। থানা হতে আদিবাসি পাড়ার দুরত্ব মাত্র প্রায় ৬শত মিটার হবে। এখানে প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ তৈরি করা হয়। রাজশাহী হতে র্যাব সদস্যরা এসে আদিবাসি পাড়ায় অভিযান চালাচ্ছেন। কিন্ত থানা পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তা সেখানে চুপ হয়ে রয়েছেন। যেসব এলাকায় মাদককারবারি হচ্ছে, পুঠিয়া বাজার, মোল্লাপাড়া,কান্দ্রা গুচ্ছুগ্রাম, নামাজগ্রাম, শিবপুর বাজার, বানেশ্বর হাট এলাকা,পীরগাছা তালুকদার গুচ্ছগ্রাম,সাধনপুর, ঝলমলিয়া বাজার, কৈপুকুরিয়া গ্রামে রহাব এর ছেলে সোহাগ তার মা গ্যানো গাঁজা বিক্রির ডিলার,ধোপাপাড়ার পারুল সে এলাকায় প্রকাশ্যে বিভিন্নরকম মাদককারবারি করে আসছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের পাশে প্রতিদিন সড়কে যানবাহন থামিয়ে চালক ও যাত্রীরা হিরোইন পট্টি হতে হিরোইন নিয়ে প্রকাশ্যে সেবন করতে দেখা যাচ্ছে। পৌর এরাকায় কয়েকজন মাদককারবারি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে মাদককারবারি করছে। উপজেলাবাসীদের ভাষ্য,পুলিশি কার্যক্রম ঢিলেঢালা হয়ে থাকায় মাদকবারবারিরা ও জুয়া খেলা সক্রিয় হয়ে উঠেছে। তাই,উপজেলা জুড়ে হাত বাড়ালেই ফেনসিডিল ইয়াবা ইরোইন গাঁজা চোলাই মদ পাওয়া যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, জুয়া খেলার ব্যাপার আমার জানা ছিল না। এখন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।