বরগুনা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে কলেজ তহবিলের অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্য সহ নানা দুর্নিতির অভিযোগ পাওয়া গেছে।
কলেজ শিক্ষকদের লিখিত অভিযোগে জানা গেছে,হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজের তহবিলের অর্থ, নিয়োগ বানিজ্য, কলেজের প্রতিষ্ঠালগ্নে সকল শিক্ষক ও বিভিন্ন ব্যক্তিগনের লক্ষ লক্ষ টাকা অনুদান এছাড়া বিভিন্ন সময়ে বোর্ডের মাধ্যমে সরকার কর্তৃক লক্ষ লক্ষ টাকা কলেজে অনুদান দেয়া হয়েছে আজ পর্যন্ত উল্লেখিত আয়, ব্যাক্তিগত অনুদান বা সরকারি অনুদান সহ কোন খাতের টাকার সঠিক হিসাব দেননি। ছাত্র ছাত্রীদের কাছ থেকে নেয়া ভর্তি ফি,মাসিক বেতন,ফরম পুরন ফি,পরীক্ষার ফি প্রবেশপত্র ফি, ব্যবহারিক পরীক্ষার খাতা,ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় কৃত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত থাকলেও নিয়ম না মেনে তিনি নিজেই রাখেন। ছাত্র ছাত্রীদের কাছ থেকে বেতন বা অন্য কোন টাকা আদায়ের ক্ষেত্রে কোন রশিদপ্রদান করা হয়না। তিনি নিজে ব্যাক্তিগত লোকদিয়ে বেতন ও অন্যান্ন ফি আদায় করেন চেম্বারে বসে। কলেজের নামে দানকৃত জমি ও কলেজের টাকায় ক্রয়কৃত জমি নিজের নামে দলিল করে নেয়। কলেজের শুরু থেকে এই পর্যন্ত প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছেন। অধ্যক্ষের এই দুর্নিতির বিষয়ে সম্প্রতি বরগুনা জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দাখিল করেছেন কলেজের ছয়জন শিক্ষক ও চিকিৎসক। অধ্যক্ষ আবুল কালাম আজাদ আওয়ামী লীগ ঘড়ানার সংগঠন স্বাধীনতা হোমিও প্যাথিক চিকিৎসক পরিষদের বরগুনা জেলা শাখার সভাপতি হওয়ায় কলেজ মিক্ষকদের প্রতি প্রভাব বিস্তার করতেন এবং ভয় বিতি দেখাতেন।
অধ্যক্ষের দুর্নিতি ও অনিয়মের প্রতিবাদ করায় কলেজের প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ ডা. মো. মহিউদ্দিন আহম্মেদ কে বরখাস্ত করা হয় এবং ডা. মো. ফজলে এলাহি সৈকত কে সাময়িক বরখাস্ত করা হয় ও শিক্ষক ডা. মো. কওমুল আহসান কে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্নিতি ও অনিয়মের বিষয়ে শিক্ষকগন জেলা প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে কলেজের শিক্ষক ডাক্তার মো. মিজানুর রহমান বলেন, আমি ২০০৬ সাল থেকে এই কলেজে কর্মরত আছে। অধ্যক্ষ আবুল কালাম আজাদ আমাদের কে শিক্ষক হিসেবে মূল্যায়ন করতেননা। সরকারী থোক বরাদ্ব থেকে আমাদের পারিতোষিক বিল আস়লে তার অ্যাকাউন্টে আসত আমাদের আংশিক দিত।কলেজের প্রোগ্রামের মিটিংয়ে রেজিস্ট্রারে সকল শিক্ষকদের ব্লাংক স্বাক্ষর রাখতেন পরে রেজুলেশন লিখে নিতেন। শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। তিনি পরীক্ষায় বডি চেইঞ্জ বানিজ্য করতেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগের তদন্ত চলছে। কলেজ থেকে প্রথমে আভ্যন্তরীন অডিট করা হয়েছে পরে একটি ফার্ম থেকেও অডিট করা হয়েছে। এ সকল অভিযোগের কোন সত্যতা নাই।