দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ইনস্টিটিউটের উদ্যোগে ৩ দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেছেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষনে ট্রেইনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ইনস্টিটিউট রংপুর অঞ্চলের সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুনব্বী।
প্রশিক্ষনে কৃষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, এনজিও’কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার ৬০ জন অংশ গ্রহন করেন।