নাটোরের সিংড়ায় পাখি শিকারের দায়ে মকবুল হোসেন (৫০) ও দুলাল হোসেন (৩৫) নামের দুই পেশাদার শিকারির দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন। এসময় শিকারিদের কাছ থেকে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির ১৫ টি পাখি জন সম্মুখে স্থাপনদিঘী বাজারে অবমুক্ত ও জব্দকৃত ৫০০ মিটার কারেন্ট জালের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমূখ। এর আগে ভোর রাতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে উপজেলার স্থাপনদিঘী ও বেলঘড়িয়া বিলে অভিযান পরিচালনা করে দুই পেশাদার শিকারিকে আটক করেন স্থানীয় পরিবেশ কর্মীরা।