নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় নবাগত ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাতের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার ১১ টায় উপজেলা কনফারেন্স হলরুমে কলমাকান্দা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদপত্র কর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময়ে কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম সম্পাদক ওবায়দুল হকসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করেন। তিনি সব ধরনের সহযোগিতা আশ্বাস কামনা করেন সাংবাদিকদের কাছে।