স্কুল থেকে ঝরে পড়া ফাহিম (১৮) আবার স্কুল মুখি হয়েছে। করোনা মহামারির সময় স্কুল বন্ধ থাকায় লেখা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে সে। বন্ধুদের সাথে আড্ডা গল্পগোজব খেলাধূলা করে কেটে গেছে তিনটি বছর। তিন ভাই বোনের মধ্যে ফাহিম বড়। এক বোনের বিয়ে হয়েছে। সবার ছোট বোন মাত্র তিন বছর বয়স। তার বাবা গাড়ির পুরনো চাকা মেরামতের কাজ করতেন। বছর দেড়েক পূর্বে তার বাবা ফারুক ভূইয়া হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে মা আর ছোট বোনকে নিয়ে এখন তাদের সংসার। বাবার অবর্তমানে সংসারের বুঝা দিন দিন ভাড়ী হতে থাকে ফাহিমের উপর। এদিকে সে বুঝতে শুরু করেছে লেখাপড়া ছাড়া জীবন আরো দুর্বিসহ হয়ে উঠবে। সব ঝেড়ে মুছে আবার নতুন উদ্যোমে যাত্রা করতে চায় ফাহিম। ভর্তি হয়েছে বাড়ির কাছে মুন্সি আব্দুল হেকীম কারিগরি কলেজের স্কুল শাখায় নবম শ্রেণিতে। প্রথম সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলও করেছে সে। কিন্তু সংসার, লেখাপড়ার খরচ কে যোগাবে? তার মা বিরিয়ানী, ভূণা খিচুরি ভালো রান্না করতে পারেন। তাই মা-ছেলে সিদ্ধান্ত নিয়েছে বিরিয়ানী, ভূনা খিচুরি বিক্রি করবে। কিন্তু করবে কোথায়? বাজারে কোন দোকান নেই, ঘর নেই। তাতে কি! সংসার, লেখাপড়া চালাতে উপার্জন করতে হবে। মায়ের হাতে রান্না করে দেয়া বিরিয়ানি, ভূনা খিচুরি সুরক্ষিত পাত্রে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পাশে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছে নিত্য দিন। দিন শেষে যা উপার্জন হয় তা দিয়ে চলে যাচ্ছে কোন রকম।
ফাহিম জানায়, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো। করোনা মহামারির সময় অনেকের জীবনেই নানা রকম প্রভাব পড়েছে। আমিও স্কুল বিমুখ হয়ে পড়েছিলাম। জীবনে উন্নতি করতে হলে লেখাপড়ার বিকল্প নাই বুঝতে পেরে আবার স্কুলে যেতে শুরু করেছি। যত কষ্টই হোক লেখাপড়া চালিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা নেয়ার দৃঢ়প্রত্যয়ে নতুন করে যাত্রা শুরু করেছি। সোমবার ছিল ক্লাস পরীক্ষা। পরীক্ষা শেষে দ্রুত বাড়ি চলে আসি। এ দিকে মা খাবার তৈরী করে বসে আসেন। দুপুরের খাবার সময় পার হয়ে গেলে হয়তো খাবারগুলো অবিক্রিত থেকে যাবে। তাই স্কুল ড্রেস পরিবর্তনেরও সময় পাইনি। খাবারগুলো নিয়ে দ্রুত চলে আসি বাজারে। আশপাশের ব্যাংক, অফিস, হাসপাতালে আসা লোকজনের কাছেই বেশী বিক্রি হয় তার খাবার। ব্যবসার জন্য তার কোন ঘর নেই। তবুও নাম দিয়েছে মা বিরিয়ানি হাউজ। খাবারের মান ভালো হওয়ায় অনেকে মোবাইল ফোনেও অনুষ্ঠানের খাবারের অর্ডার করেন। স্কুল সময়ের পরে রাস্তায় খাবার বিক্রি করে এভাবেই চলছে স্কুল শিক্ষার্থী ফাহিমের জীবনযুদ্ধ।
মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার বলেন, ফাহিম লেখাপড়ায় ভালো। শুনেছি তার বাবা মারা যাওয়ার পর থেকে সংসার চালানো কষ্ট হচ্ছে। তবে সে লেখাপড়া চালিয়ে গেলে কলেজের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।