দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান হিরু অতিথি হলেন বিএনপির অনুষ্ঠানে। স্থানীয়রা জানান, আলোচিত সাইদুর রহমান হিরু গত নির্বাচনে সদর উপজেলার কৃর্ত্তীপাশা ইউনিয়নের একটি সেন্টারের (বেশাইন খান স্কুল) নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা করেন। রবিবার রাতে কৃর্ত্তীপাশা ইউনিয়ন বিএনপির একটি অনুষ্ঠানে হিরু অতিথি হিসেবে যোগদান করায় বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীও এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। এ প্রসঙ্গে কৃর্ত্তীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবুল বলেন, আমাদের সাথে তিনি দীর্ঘ দিন যাবৎ আওয়ামী লীগ করেছেন। হঠাৎ করে রবিবার দেখলাম তিনি বিএনপি। এ ঘটনায় কৃর্ত্তীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আজাদ পল্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নেতা ও আওয়ামী লীগের ডোনার সাইদুর রহমান হিরু কিভাবে বিএনপির অনুষ্ঠানে অতিথি হলেন তা আমার জানা নেই। এ ব্যপারে বর্তমান সভাপতিই ভালো বলতে পারবেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কৃর্ত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিচুর রহমান চপল বলেন, এলাকায় বিএনপির একটা আলোচনা সভা ছিলো। আমাদের সকলের সাথে হিরু ভাইর একটা ভালো সম্পর্ক রয়েছে। তিনি কাছাকাছি থাকায় তাকে ডেকে নিয়ে বসিয়েছি। আর ১৭ বছরে সবাই আওয়ামী লীগ করেছে। সম্মানী লোক সম্মান বাচাতে আ’লীগ করেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান হিরু বলেন, আমি ব্যবসা বানিজ্য করি, তাই সকলের সাথে মিশে থাকি। আওয়ামী লীগের প্রগ্রামে ডাক দিয়ে নিয়েছিলো, তখনকার ছবি ছড়িয়ে পরেছে। এলাকার ছোট ভাইয়েরা ডাক দেওয়ায় বিএনপি অনুষ্ঠানে গিয়েছিলাম।