'এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন' এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ২য় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাদুল হক, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা ইউএসএ আয়শা সিদ্দিকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফ্লিড সুপারভাইজার মোঃ মুরাদ হোসাইন ও ব্র্যাক রাজারহাট শাখার এলাকা ব্যবস্থাপক নাজমুল হুদা প্রমুখ।