বাল্য বিয়ে ও মাদককে না বললেন ধর্মীয় শিক্ষকবৃন্দ। সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া মডেল মসজিদ মিলনায়তনে ১২২ জন ধর্মীয় শিক্ষক এ শপথ নেন। সাটুরিয়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক আয়ুব হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশ রূপান্তর, এসএ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়জী, ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার (ভারপ্রাপ্ত) শাহিন সরকার, সাধারণ কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান, মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকেই। বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষকরা জুমআর বা খুৎবার দিনসহ বিভিন্ন সময়ে বাল্য বিয়ে ও মাদকের ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।