গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকার কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন। উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে ও কৃষিবিদ সাদেক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়েতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বি এনপি’র আহবায়ক বাবুল আহম্মেদ প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে ভূট্টা, সরিষা, মশুর ডাল ও গমসহ প্রতিজন কৃষক বীজ ও সার পাবে।