নাটোরের লালপুরে মজিবর রহমান নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেটে থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সোমবার ভোরে লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে এঘটনা ঘটে। মজিবুর প্বাশবর্তী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের নন্দীকুজা সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে। মজিবরের স্ত্রী হেলেনা খাতুন ও স্থানীয়রা জানান, সোমবার (১৮ নভেম্বর) ভোরে ফজরের আজানের পরে মজিবর রহমান (৫৫) বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে ধুপইলে বাবুল নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, মরদেহের (মজিবরের) পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। মজিবর রহমানের স্ত্রী হেলেনা খাতুন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনা একটি মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।