সোমবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য খ্যাত গদখালির ফুল অঞ্চল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। পরিদর্শনকালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন- গদখালি এলাকাটিকে পর্যটন কেন্দ্র করা যায় কিনা সেটা ভেবে দেখা হবে। তিনি আরো বলেন যে, ঝিকরগাছার গদখালী এলাকায় ফুলের হাব করা যায় কিনা সেটাও ভেবে দেখা হবে। যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঝিকরগাছা ফুল চাষীদের জন্য একটি ফ্রিজিং রেল বগি ফুল, ফুলবীজ গবেষণাগার এবং প্রশিক্ষণ প্যাকেজিং এর ব্যাপারে প্রস্তাবনা পাঠিয়েছিলেন। উপদেষ্টা এএফ হাসান আরিফের সরকারি সফর ছিল যশোরের বেনাপোলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপস্থিত এবং তার কবর জিয়ারত। সফর শেষে যশোর ফেরার পথে যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ফুলের রাজ্য গদখালীতে উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। সেখানে উপস্থিত ফুল চাষীদেরকে উপদেষ্টা এ এফ হাসান আরিফ তার সরকারের প্রচেষ্টার কথা জানান। উপদেষ্টা এ এফ হাসান আরিফ সেখানে পৌঁছালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকার ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপদেষ্টার সাথে যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছার সহকারি কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।