সাইবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাফিজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল সোমবার। সেমতে হাজিরার পর আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক হাফিজ উদ্দিন আহমেদকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় হাফিজ উদ্দিন আহমেদ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা বাবুল বিশ্বাসকে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে বলেন, বরিশালে নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুনী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। অন্তর্র্বতী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত সম্পন্ন করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি। উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগদান করেন। গত আগস্টে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদে হাফিজ উদ্দিন আহমেদকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।