ইসলামিক ফাউণ্ডেশন দিঘলিয়া উপজেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর-২০২৪) সকাল ১১ টায় ইসলামিক ফাউণ্ডেশন দিঘলিয়া ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আবুল হাসান, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মুসফিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ মহাসিন। হামদ ও নাতে রসুল পেশ করেন মারজানা ইসলাম মম। স্বাগত বক্তব্য পেশ করেন কে এম হাফিজুর রহমান নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।