বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে এসেছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় তিনি শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান তিনি। পরে তার কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন। আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোন একজন সদস্যকে সরকারী চাকুরী দেওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ,বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভরত, জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।তিনি সাংবাদিকদের বলেন, শুধু ৫ আগস্ট না গত ১৫ বছরে আওয়ামীলীগ যে হত্যা ,গুম,অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আওয়ামীলীগের মন্ত্রী এমপি সহ বেশ ক-জনকে অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।