কিশোর গ্যাং দমনে উৎসাহিত করার জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া কে বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ। জানা যায়, চাঁদপুরে ইদানিং সময়ে সবচেয়ে আলোচিত সামাজিক মরণব্যাধি হিসেবে চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপের উৎপাতে শহরবাসী অতিষ্ঠ। এ অবস্থায় স্হানীয় গণমাধ্যমসহ জাতীয় গণমাধ্যম গুলোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাং গ্রুপ কে দমন করার জন্য বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। বিশেষ করে চলতি বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর চাঁদপুর শহরে একটানা কিশোর গ্যাং গ্রুপের অরাজকতা শহরবাসীকে হতবাক করে তুলে। এক পর্যায়ে শহরবাসী এই কিশোর গ্যাং গ্রুপের অরাজকতায় আতংকিত হয়ে দিনাতিপাত করে এ থেকে পরিএান পেতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায়। এক পর্যায়ে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অসহায় শহরবাসীর ডাকে সাড়া দিয়ে কিশোর গ্যাং দমনে নিজেই দলের নেতাদের নিয়ে অভিযান চালিয়ে বেশকিছু কিশোর গ্যাং সদস্য কে পুলিশে সোর্পদ করেন। এমনকি কিশোর গ্যাং দমনে তিনি জেলা প্রশাসনের উধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এ থেকে প্রতিকার চান। ইতিমধ্যে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার মুহম্মদ রকিব উদ্দীন পিপিএম এ জেলায় যোগদান করলে এ বিষয়ে তাঁকে অবহিত করা হয়। তাঁর নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া কিশোর গ্যাং দমনে শুরু করেন একের পর এক অভিযান। শুধু মডেল থানাই নয়, তিনি মডেল থানার পাশাপাশি ডিবি পুলিশ ও সেনাবাহিনী দিয়েও যৌথ অভিযান পরিচালনা করেন। ইতিমধ্যে এসকল অভিযানে আটক কিশোর সদস্যদের আটক করার পর মডেল থানা পুলিশ যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায় তাদের কে আদালতে সোপর্দ করে এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা অপরাধের কোনো কিছু না পায়, তাদের কে অভিভাবকদের জিন্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে কিশোর গ্যাং দমনে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়ার নেতৃত্বে এ অভিযান অব্যাহত থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে শহরবাসী। ফলে গত ১৬ নভেম্বর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কিশোর গ্যাং দমনে চাঁদপুর শহরের কিশোর গ্যাং অপরাধ দমনে উৎসাহিত করার জন্য মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এ পুরস্কার প্রদানের ফলে সচেতন শহরবাসী মনে করেন এ সকল অপরাধ দমনে আরো উৎসাহিত হবে পুলিশ বাহিনী। দমন হবে অপরাধ।