কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী নগরে ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম ওফাত বার্ষিকী গতকালরবিবার পালিত হয়। এ দিনকে স্মরণ করে সারা দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে কোরান খতম, মিলাদ মাহফিল, ভাসানী জীবন আদর্শের উপর আলোচনা সভা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। মাওলানা ভাষানীর জীবন আলেখ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানীর দৌহিত্র মনির খান ভাসানী। উপস্থিত আশেকান-জাকেরানের মধ্যে বক্তব্য রাখেন, ভাসানীপন্থী জাকেরান মোঃ জহুরুল হক ভান্ডারী, সরকারী প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক তরীকপন্থী ব্যাক্তিত্ব ও তরিকার অগ্রগামী আলোচক মোঃ রেজ্জাকুল আলম লেলিন মাস্টার, সুজন মাস্টার, ইউসুব আলী ডাক্তার, মাওলানা রফিকুল ইসলাম মোল্লা (নেওয়াশী), মোঃ হাফিজুর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছা সেবক দল। আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মোঃ রেজ্জাকুল আলম লেলিন মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা এবং হাজার হাজার আশেকান-জাকেরান ভাইবোনেরা। অনুষ্ঠান শেষে তবারক বিতরনের পর তৃতীয় পর্বে সারা রাত ব্যাপী চলে তরিকাপন্থী শিল্পীদের মুর্শিদি গান ও হালকায়ে জিকির।