মিরওয়ারিশপুর মুর্শিদিয়া সাঈদিয়া তাফিজুল কোরআন মাদ্রাসায় প্রতি মাসে ছাএ-ছাএীদের অংশ গ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল (রবিবার) এ বছরের বার্ষিক সেমিনারও হেফজ ছাত্রদের মাঝে সবক প্রধান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি এবিএম কামরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হান্নান মিজানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ ও সবক প্রধান করেন জামিয়াতুল আজিজ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিসিক শিল্প নগরী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি শহিদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কবির আহম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফরহাদ, হাফেজ মাওলানা আব্দুল হাই, হাফেজ মাওলানা একরাম হোসাইন, মাওলানা নূর হোসেন, মাস্টার মোহাম্মদ হাসান সহ অনেকেই।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করে শিশু জামাতের ছাএ মোহাম্মদ আবদুর রহমান। ক্লাস পরিক্ষায় ভালো ফলাফল কারীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা আলী আহমদ সালমান।