ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্য সমাবেশের উদ্যোগে মহানবী (সা.) এর জীবনি শীর্ষক সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
গত শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুফতি ইমরান হোসাইন আজাদের সঞ্চালনায় উপজেলার স্কুল-কলেজ, আলিয়া ও কওমিসহ সর্বস্তরের ছাত্রদের অংশগ্রহণে সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপ থেকে প্রতি গ্রুপে সেরা দশজনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর হাতে দেওয়া হয় একটি সাইকেল। দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর হাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও দার্শনিক শাইখ মুসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক মদিনার সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খান, কবি ও গীতিকার সাইফ সিরাজ, ইসলামি সংগীত শিল্পী ইউসুফ বিন মনির ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত কারী হাফেজ মাহবুব আলম প্রমূখ।