কুড়িগ্রামের রাজারহাটে গাছ কাটার সময় বৈদ্যতিক মেইন তার ছিড়ে মাটিতে পড়ে যাওয়া তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাছ মালিকের লোকজন ও লাশের পরিবারের লোকজনের মধ্যে রাতভর চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনাটি ঘটেছে, শনিবার(১৬নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত পল্লী জয়কুমার নামারচর এলাকায়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের জয়নাল আবেদীনের গাছ বৈদ্যুতিক মেইন তারের পাশে থাকায় গত শনিবার(১৬নভেম্বর) বিকালে এরশাদুল হক নামের এক ব্যক্তি ওই গাছ কর্তন করেন। এসময় বৈদ্যুতিক মেইন তার ছিড়ে মাটিতে পড়ে যায়। ওইদিন সন্ধ্যায় ওই গ্রামের মৃত মহিমুদ্দিন আলীর স্ত্রী মমেনা বেগম(৭০) ধানক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় ছিড়ে পরা বৈদ্যুতিক মেইন তার তার পায়ে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বাড়ির লোকজন মমেনা বেগমকে বাড়িতে খুঁজে না পাওয়ায় আশপাশে খুঁজতে থাকে। পরে ধানক্ষেতে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় তার লাশ দেখতে পায়। বিষয়টি নিয়ে গাছ মালিকের লোকজন ও লাশের পরিবারের লোকজনের মধ্যে রাতভর চরম উত্তেজনা বিরাজ করে। এমনকি এলাকায় কয়েক দফা বৈঠক বসে। কিন্তু বিষয়টি রফাদফা না হওয়ায় খবর পেয়ে রোববার(১৭নভেম্বর) দুপুরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।রোববার(১৭নভেম্বর) এ ঘটনায় রাজারহাট থানায় গাছ মালিক ও গাছ কর্তনকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-০৪, তারিখ: ১৭/১১/২৪ইং। পুলিশ মমেনা বেগমের লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।