যশোরের মণিরামপুরে মুখোমূখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন নামের (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত ও অপর আরোহী সুমাইয়া খাতুন রিমি (২০) গুরুত্বর আহত হয়েছে। রোববার সকালে রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুরের পেয়ারাতলা নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপের মুখেমূখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সীখানপুর গ্রামের আবুল হাসান সরদারের একমাত্র ছেলে এবং আহত রিমি একই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।
স্থানীয়রা, ঘটনার দিন সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে তারা কলেজে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন ও রিমি রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত. ঘোষনা করেন। গুরুত্বর আহত রিমির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: হুমায়ুন রশিদ জানান, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয় এবং আরেকজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয়।