কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খোকন না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেরটায় তিনি ইন্তেকাল করেন। ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে রবিবার বেলা দুটা ৩০ মিনিটে নামাজে জানাযা শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। সর্বস্তরের হাজার হাজার মানুষ তাঁর জানাযায় অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য দলীয় বড় ভাই, ছোট ভাই রেখে গেছেন।