এসো ভাই দেশ গড়ি, তুলা চাষ বৃদ্ধি করি এই স্লোগানকে রেখে যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় ঝিকরগাছা-১ ইউনিটে তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে একদিনের তুলা কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩ টায় তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, তুলার বীজ বপনের পর জাত ভেদে ১১০-১২০ দিনের মধ্যে তুলার বোল ফাটতে শুরু করে। ভালভাবে পরিপক্ক ও ফাটা বোল হতে ৩-৫ বারে সংগ্রহ করার প্রয়োজন হয়। বীজতুলার গায়ে লেগে থাকা শিশির শুকিয়ে গেলে রৌদ্রজ্জ্বল দিনে দুপুরে বা বিকালে বীজতুলা সংগ্রহ করা উচিত। অপরিপক্ক বীজতুলার বীজ অপুষ্ট থাকে বিধায় বীজতুলার ওজন কম হয় এবং ভেজা বীজতলা সংরক্ষণ করা হলে দ্রুত তুলার রং ও মান নষ্ট হয়ে যায়। ফলে বীজতুলার মূল্যও কম হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ,ন তুলা উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা-১ ইউনিট অফিসের কটন ইউনিট অফিসার মোঃ অহিদুজ্জামান, ঝিকরগাছা-২ ইউনিট অফিসের কটন ইউনিট অফিসার এস এম আছাদুজ্জামান, মনিরামপুরের ঝাপার কটন ইউনিট অফিসার বিধান চন্দ্র, প্রকল্প অফিসার রফিকুল ইসলাম রফিক, চৌগাছা পুড়াপাড়া কটন ইউনিট অফিসের মাঠ কর্মী কবির হোসেন প্রমুখ।