বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিলে যে অনুভূতি হয়, গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে যাওয়ার আগে ঠিক তেমন অনুভূতিই হচ্ছে রিশাদ হোসেনের। বিশ্বের ৫ ভিন্ন দেশের লিগের ভিন্ন ৫টি দলের এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি দল রংপুর, যারা ক্রিকেটের কোনো গ্লোবাল লিগে অংশ নিচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম দল হিসেবে। বিপিএলে রিশাদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে, তবে রংপুরের হয়ে খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগ। দলের শক্তি বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের স্বপ্ন পূরণ করারও আশা এই লেগ স্পিনারের, তবে টুর্নামেন্ট নিয়ে আলাদা কোনো লক্ষ্য ঠিক করে চাপ বাড়াতে নারাজ। রিশাদ বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে। বাংলাদেশ দল যখন বাইরে খেলতে চায়, এরকমই। চেষ্টা করব ভালো করার।’ লক্ষ্য প্রসঙ্গে জানতে চাইলে রিশাদ জানান, ‘আগে থেকে কোনো লক্ষ্য ভেবে রাখছি না। শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই। নরমাল প্ল্যান নিয়েই যাব। যেহেতু আমাদের প্রতিপক্ষ চারটি দল চার রকম। চেষ্টা করব নিজের ভালোটা দেওয়ার। বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেন্থ। আশা করছি সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।’ লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও রিশাদ কম যান না। গ্লোবাল সুপার লিগে যাওয়ার আগে জানালেন, নিজের সামর্থ্য অনুযায়ী খেলেই বিগ হিটিং দেখাচ্ছেন পারদর্শিতা। এদিকে এই টুর্নামেন্টে খেললে অন্য লিগগুলোতে আরও বেশি চোখে পড়বেন, তা নিয়েও উত্তর দিলেন বিনয়ী কণ্ঠে। ‘ব্যাটিংয়ে বেশি কিছু চেষ্টা করি না। সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করি। শেখার তো শেষ নেই। মনে তো অনেক কিছুই হয়। এক জায়গায় ভালো খেললে দুই-চার জায়গায় সুযোগ বাড়বে। চেষ্টা করব ভালো করার।’