ভোলার লালমোহন সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় লালমোহন করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজ ক্যাম্পাসে এই সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজ এর প্রতিষ্ঠাতা, বর্তমানে গভর্নিং বডির সভাপতি, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
এ সময় মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বিগত অবৈধ সরকার দেশের উন্নয়ন নামে লুটপাট করেছে, দেশে-বিদেশে অনেক কালো টাকা পাহাড় গড়ে তুলেছে মন্ত্রী এমপিরা।
তারা বিভিন্নভাবে দেশকে শোষণ করেছে।
আজকের ছাত্র জনতার আন্দোলনের মুখে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।
তখন এক এক করে সকল মন্ত্রীদের অবৈধ কালো টাকার পাহাড় আমরা দেখতে পাচ্ছি, এই টাকা সব জনগণের টাকা, তারা অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে এই টাকা উপার্জন করেছে।
বাংলার মাটিতে আজ অথবা কাল তাদের বিচার অবশ্যই হবে।
লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব, শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক, সোহেল আজিজ শাহিন, সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম হাওলাদার, সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি প্রভাষক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম শাহিন, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রভাষক নোমান পাটোয়ারী।
এ-সময় বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষকগণ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা রয়েছে।