ভোলার দৌলতখান উপজেলা বিএনপির বিরুদ্ধে পৌর ছাত্র লীগের সাবেক সভাপতির মিথ্যা কাল্পনিক ও বানোয়াট বক্তব্যে সংবাদ সম্মেলন করেছে মো. কামরুল ইসলাম। রবিবার ১৭ নভেম্বর দৌলতখান প্রেস ক্লাবে দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদারের পুত্র ও দৌলতখান পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশের মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদারের মেয়ের জামাই ও দৌলতখান বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম। তার লিখিত বক্তব্যে গণমাধ্যম কর্মীদের বলেন, শনিবার ১৬ নভেম্বর মেয়র পুত্র আকাশ বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুক ফেইজে এক টকশোতে যে বক্তব্য দিয়েছেন আমি তার মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কামরুল বলেন, ৫ আগস্ট এর পর দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও তার একমাত্র পুত্র নবী নেওয়াজ আকাশ বাড়ি থেকে চলে যায়। আমি দৃঢ়চিত্তে আপনাদেরকে (সাংবাদিকদের) জানাচ্ছি যে, মেয়র ও তার পুত্রের অনুপস্থিতিতে মেয়রের বাসায় বিএনপি কর্তৃক বা বিএনপির কোন নেতাকর্মীর ভাঙচুর, লুটপাট, বাসা থেকে ছাগল নিয়ে যাওয়া, পুকুরের মাছ নিয়ে যাওয়া, তাদের থেকে চাঁদা নেয়া অথবা আমার কাছ থেকে চাঁদা দাবি করা বা চাঁদা নয়ার এমন কোন ঘটনাই ঘটেনি। তিনি বলেন, পৌরসভার সাবেক মেয়র তার স্ত্রী এবং আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা। এছাড়া দৌলতখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও মারপিটের উদ্দেশ্যে প্রচার প্রচারণা চালিয়ে ও মাইকিং করে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে আমি তার বক্তব্যের কঠোর সমালোচনা করে মিথ্যা প্রচার প্রগান্ডার তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে কামরুল সাংবাদিকদের আরও বলেন, মেয়রের স্ত্রী আমার শাশুড়ি থেকে বিএনপি কর্মীরা চাঁদা দাবি করলে সে তার স্বর্ণালংকার দশ লাখ টাকা বিক্রি করে বিএনপি কর্মীদের চাঁদা দেয়। আকাশের প্রচারিত এ বক্তব্যটিও সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । উল্লেখ্য, দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদারকে গত ৩১ অক্টোবর ঢাকায় পল্লবী থানার পুলিশ একটি মামলায় আটক করে। বর্তমানে এসে কারাগারে রয়েছে।