বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, পাকিস্তানিদের দানবীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে যুদ্ধে অবর্তীণ না হলে মুক্তিযুদ্ধ হতো না, দেশও স্বাধীন হতো না, এখনো এই দেশ পাকিস্তানই থেকে যেতো। তবে এটিকে রাজনীতিবীদরা সুকৌশলে আড়াল করে রাখছে। জাতিকে ধারণা দেওয়া হচ্ছে কয়েকটি বক্তৃতার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে কেবল মাত্র আত্মদানের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
রোববার সকালে ভোলার লালমোহন উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, দুঃশাসনের কারণে এদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এসব শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র ছিলো না, অথচ তাদের ওপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে। ১৯৭১ সালে শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, বীরদর্পে লড়াই করেছে। আবারো বহু বছর পর শিক্ষার্থীরাই রাস্তায় নেমে ফ্যাসিজমের দুঃশাসন মোকাবিলা করে জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য বাংলাদেশকে উন্মুক্ত করেছে।
করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।