কুড়িগ্রামের চিলমারীতে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও বিভাগীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আঃ খালেকের কুশ পুত্তলিকা দাহ করেছে। গত শনিবার সন্ধায় বিক্ষোভ মিছিলটি মাটিকাটা মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের ১নং সাবেক সহ-সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বক্তব্যে বলেন, গত ১৪/১১/২০২৪ইং তারিখ বিভাগীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আঃ খালেকের সহযোগিতায় ৩১ সদস্য বিশিষ্ট্য গঠিত কৃষক দলের অবৈধ আহ্বায়ক কমিটি বাতিল করা সহ পূনরায় আহ্বায়ক কমিটি গঠনের জন্য আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন, কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মজিবর রহমান, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ফুলমিয়া, মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আঞ্জু মিয়া ও শওকত আলী সুজা প্রমুখ।