কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও ঔষধ সংকটের কারণে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে নানান রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসলেও ডাক্তার ও ঔষধের অভাবে চিকিৎসা সেবা না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। শীত জনিত রোগে বিশেষ করে হাঁপানি-এ্যাজমা, জ¦র, সর্দি ও কাঁশিতে আক্রান্ত হয়ে প্রতিদিন দলে দলে লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ডাক্তার ও ঔষধ না পেয়ে ফিরে যাচ্ছেন। । উপজেলার সোনারীপাড়া এলাকার মোঃ আকরামুল হক জানান, এবারে এ এলাকায় আগাম শীত পড়তে শুরু হওয়ায় শীত জনিত বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই ডাক্তারও নাই ঔষধও নাই। আমার মতো অনেকে ডাক্তার ও ঔষধ না পাওয়ায় বাড়ি ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬জন ডাক্তারের পদ রয়েছে। বর্তমানে রয়েছে ৩জন। এর মধ্যে ১জন ঢাকায় প্রশিক্ষণে রয়েছে। বর্তমানে ২জন ডাক্তার দিয়ে আউটডোর এবং ইনডোরে চিকিৎসা সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। ডাক্তারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঔষধের জন্য চাহিদা পাঠানো হয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঔষধ পাওয়া যাচ্ছে না। এ উপজেলায় শীত জনিত বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে।