নীলফামারীর সৈয়দপুরে মুদি দোকানেও বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল ও এলপিজি সিলিন্ডার গ্যাস। রাস্তার পাশে দোকানে সারি সারি সাজানো বোতল ভর্তি উচ্চ দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে। অগ্নিনিরাপত্তার কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রকাশ্যে চলছে এর বেচাকেনা। বোতলে যানবাহনের জ্বালানি বিক্রি করে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ।
খোলা বাজারে অনুমোদনহীন দোকানে অকটেন, পেট্রোল কেনাবেচার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে প্রানহানী এমন আশঙ্কা স্থানীয়দের। সেই সঙ্গে সচরাচর এই উচ্চ দাহ্য পদার্থ বিক্রির সুযোগ নিতে পারে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন বলছেন, মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ব্যবসায়িরা দাপটের সঙ্গে বিক্রি করছেন জ্বালানিসহ উচ্চ দাহ্য পদার্থ। এসব দোকানে দুর্ঘটনা ঘটলে আশপাশের দোকানী, বাসিন্দাসহ পথচারীও বিপদে পড়তে পারেন।
নিয়মানুযায়ী জ্বালানি তেল বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধাপাকা ঘর,ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক সক্ষমতা সংক্রান্ত লাইসেন্সসহ অগ্নিনির্বাপক সিলিন্ডার ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু যারা এসব বিক্রি করছেন তারা সরকারি বিধান জানেনই না।
অধিকাংশ দোকানে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই।
সৈয়দপুর উপজেলার ক্যান্টবাজারের এক বিক্রেতার সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন,আমি ৫ থেকে ৬ বছর ধরে উপজেলা প্রশাসনের মৌলিখ অনুমোদন নিয়ে পেট্রোল ও অকটেনের ব্যবসা করে আসছি। লিখিত কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, উপজেলায় প্রায় শতাধিক ব্যবসায়ী মুদি দোকানে পেট্রোল, অকটেন ও গ্যাসের ব্যবসা করে আসছেন। তাদের কোনো সমস্যা না হলে আমারও সমস্যা হবে না। জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন,আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি বেশ কয়েকবার মৌখিক অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই প্রশাসন ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, বৈধ কাগজপত্র ছাড়া প্লাস্টিক বোতলে পেট্রোল বিক্রি করে অতিরিক্ত অর্থ আদায় করা অপরাধ। তাছাড়া গ্যাস সিলিন্ডার ১০টির ওপরে বিক্রয় করলে, সেটাও আইন বিরোধী। খুব শিগগিরই এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।