আমার বাংলাদেশ পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন জটিল বিষয় হয়ে দাঁড়াবে। স্বল্পশিক্ষিত ও কম বুঝওয়াল মানুষের জন্য এ নির্বাচন কঠিন হবে। তবে দেশের কিছু উন্নত কিংবা বেশি শিক্ষিত এলাকায় এ পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। আমি নীতিগতভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তবে এ নির্বাচনের মডেল, ধারণা, সময় ও সাইজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন। রবিবার (১৭ নভেম্বর) সকালে রংপুর পাবলিক লাইব্রেরী হল মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন করা ৬ কোটি তরুণদের কেউ অন্তর্বতীকালীন সরকারের কাছে নির্বাচন দাবী করেনি। তরুণদের সরকারের কাছে সংস্কার চেয়েছে। এর মানে এটি বলছি না অনির্দিষ্টকালের জন্য এ সরকার ক্ষমতায় থাকবে। এ সরকারকে তরুন, যুবক, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করতে হবে। এরপর সরকারকে সংস্কার ও নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশের পরিবর্তিত কোন প্রেক্ষাপটে ২০২৪ সালের মত রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়ে নাই। দেশের কোন প্রতিষ্ঠান কার্যকর নেই। প্রশাসন, প্রতিরক্ষা, স্থানীয় সরকার সবকিছু ভেঙ্গে পড়েছে। দেশে নূন্যতম কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এমন বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে। বুঝতে হবে কি পরিমান ভাঙ্গা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে তারা। গত একশ দিনে সরকারের কার্যক্রম খুব খারাপ হয়নি।
সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে হাসিনা সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে বলেনি সীমান্তে মানুষ মরলো কেন। কিন্তু গত ৩ মাসের দেশে সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে। কারণ সরকার প্রতিবাদ করছে। সীমান্ত মানুষ হত্যা নিয়ে ভারতীয় হাই কমিশনারকে বর্তমান সরকার ডেকে বলেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দীয় নেতা আব্দুল হক, আনোয়ার সাদাত টুটুল, রংপুর জেলা শাখার সদস্য সচিব এনামুল হকসহ অন্যরা।