৫অগাষ্টের নতুন স্বাধীনতা অর্জনের ১০০ দিন পূর্তি উৎসব উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এক আলোচনা সভা ও মত বিনিময় সভার আয়োজন করে। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুষ্টিয়া এবং ভেড়ামারা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা অংশনেন। আলোচনা সভায়, নতুন স্বাধীনতা অর্জনের ১০০ দিনের সফলতা এবং ব্যাথৃতা নিয়ে নানা আলোচনা তুলে ধরা হয়। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার উৎখাত আন্দোলনে শহীদ ছাত্রদের জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় সমাবেশে। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক বায়েজিদ খাঁন হিমু, হাফিজ আল মাসুম, সাজ্জাদ হোসেন, মুরসালিন, আন্দোলনে আহত আসাদুল সহ জেলা এবং উপজেলা ছাত্র প্রতিনিধি বৃন্দ।