আশাশুনি উপজেলার কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় কাপসন্ডা ফুটবল ময়দানে এ খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের খেলায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশ ও খাজরা ইউনিয়নের গদাইপুর টাইগার স্পোটিং ক্লাব অংশ নেয়। খেলায় টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে গদাইপুর ফুটবল একাদশকে হারিয়ে মহিষকুড় ফুটবল একাদশ জয়লভ করে। প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ক্রিড়া কর্মকর্তা (বাগেরহাট) মোঃ জিল্লুর করিম। বিশেষ অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোঃ নাজিম উদ্দিন, দক্ষিন গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল লতিফ সরদার, শিক্ষক পশুপতি রায়, মোঃ হাবিবুল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বুলু, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, সাবেক সভাপতি মাইনুল ইসলাম সানা, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমূখ। ধারাভাষ্যে ছিলেন আব্দুর রউফ মোড়ল ও মফিজুল ইসলাম শারাফাত। রেফারির দায়িত্ব পালন করেন উত্তম মন্ডল, আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, ইউনুস আলী, মহিম মন্ডল।