টাঙ্গাইলে এয়ার করপোরেশনের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে টাঙ্গাইলের প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় এয়ার করপোরেশনের টাঙ্গাইল অফিসের পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এয়ার করপোরেশনের ফাউন্ডার ও হেড অফ অপারেশন ফারহানা আক্তার, স্টুডেন্ট ভিসা এক্সপার্ট কায়সার আহমেদ,ট্যুরিস্ট ভিসা এক্সপার্ট সাজিন রহমান।
বক্তারা বলেন, এয়ার করপোরেশনের মূল উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের পাশে থেকে সহযোগিতা করা। তাদের স্বপ্নের ইউরোপের দেশে লেখাপড়া,ভ্রমণ ও ওমরাহ হজ্জ করার জন্য গেলে আমরা সর্বোচ্চ সহযোগীতা করবো। এছাড়া আমাদের এয়ার করপোরেশনে বিমান টিকিট সহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন এয়ার করপোরেশন টাঙ্গাইল অফিসের কর্মকর্তা জাকির হোসেন, ফাহমিদা পলি, রাহিদুল ইসলাম রানা, রিপন মিয়া,সালামত,জুয়েল হিমু সহ টাঙ্গাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।