সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সিলেট বিভাগ ও সিলেট জেলা বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা আহ্বায়খ কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
প্রধান অতিথির বক্তব্যে জিকে গউস বলেন, আমাদের দল অনেক বড় সেখানে প্রতিযোগিতা থাকবেই তবে প্রতিহিংসা থাকবে না। আমাদেরকে তিন মাসের মধ্যে সম্মেলন করতে হবে। মনে রাখতে হবে ওয়ার্ড কমিটিতেও যদি এক পদে একাধিক প্রার্থী থাকে সেখানেও ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তবে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি অবশ্যই গোপন ব্যলটেরম মাধমেই করতে হবে। ২০ বছর যাবৎ আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি সে আন্দোলনে কেউ শহীদ হয়েছে কেউ ইহত হয়েছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে। ইলিয়াস ভাই সহ অনেক মানুষ ঘোম হয়েছে।
তিনি আরো বলেন, আমরা যে দাবির প্রেক্ষিতে রাস্তায় ছিলাম সে দাবি আজো আদায় করতে পারিনি। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি রক্তদিয়েছি, কিন্তু রাষ্ট্রের গণতন্ত্রের জন্য আমাদের যে চেষ্টা সেটা দলের মধ্যেও থাকতে হবে। আমরা যদি নিজের দলে গণতন্ত্রের চর্চা না করি তাহলে মানুষ আমাদের বিশ্বাস করবে না। সে জন্য অবশ্যই অবশই আমরা পূর্ণগণতান্ত্রিক প্রকৃয়ায় আমাদের কমিটির কার্যক্রম আমাদের শেষ করতে হবে। সেখানে যাতে কোন বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য স্বচ্ছতার জন্য আমাদের যা যা করা দরকার তাই করতে হবে। আপনাদের আজকের বক্ত্য আমরা লিপিব্ধ করবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করা হবে।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যলা বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এর যৌথ স্বাক্ষরে উপজেলা কমিটি অনুমোদনের জন্য দাবি তুলা হয়।
সভায় জেলার সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।