যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকান্ডের সাথে জড়িত আমিরুল ইসলাম নামের আরও এক আসামীকে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর থেকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার (১৬নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঝিকরগাছা পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা আসামিদের মধ্যে আমিরুল ইসলামকে পুলিশ গতকাল আটক করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে এ পর্যন্ত ৫ আসামী আটক হয়েছে। আটককৃত অন্যরা হলো, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুশার হোসেন। আটককৃতদের মধ্যে একজন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। যার নং-০৭, তারিখ-০৯/১১/২০২৪ ইং। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫ জন আসামী আটক হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।