৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকালে কাপাসিয়া সদরে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের করে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাফাইশ্রী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন প্রমুখ।
উপজেলার ১১টি ইউনিয়ন শাখা বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় চার হাজার নেতাকর্মীর নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন। বিকেল তিনটা থেকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন তাজউদ্দীন আহমদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে চারটার সময় সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার ও নানা ফেস্টুন নিয়ে র্যালীতে যোগ দেন। বিশাল এ র্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে সাফাইশ্রী মোড় এলাকায় গিয়ে নেতাকমীর্রা এক সমাবেশে মিলিত হন।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ তাঁর বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের তাৎপর্য হলো, সিপাহী জনতা সেদিন জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। আর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার পালিয়ে গেছে। এখন কোন কোন দল তাদের দোসর হয়ে মায়াকান্না করছে। দূর্নীতিবাজদের ব্যাপারে তাদের আপত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলা যাবে না। এটা হতে পারে না। আগামী দিনে বিএনপি-ই ইনসাফ প্রতিষ্ঠা করবে। নির্বাচন নিয়ে কোন তাল বাহানা চলবে না। দ্রুততম সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোন আপোষ নেই। জনগণ তা মেনে নিবে না। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান বসানোর মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকারের দোসরদের পুনঃপ্রতিষ্ঠার পাঁয়তারা করা হচ্ছে। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দফতরকে হুঁশিয়ারি দিয়ে তা বাতিলের জোর দাবি জানান।