ডুমুরিয়ার শাহাপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহপুর শাখায় সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাঙচিলের নির্বাহী সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জীর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া মহিলা কলেজের সভাপতি ও মানবাধিকার সংস্থা ডুমুরিয়া শাখার সভাপতি অধ্যাপক মুফতি কাইউম জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক বি এম নাজিম উদ্দিন , গাঙচিল ডুমুরিয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি কবি এসে এমন নূরুল ইসলাম, সমাজ সেবক শাহজাহান জমাদ্দার। আরো বক্তব্য রাখেন কবি সুমন বিপ্লব, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আশরাফ আলী গোলদারের সভাপতিত্ব প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।