কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যান সমিতির উদ্যোগে এবং সিএনবি প্রকল্পের বাস্তবায়নে তিন উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শনিবার (১৬ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিএনবি প্রজেক্টর প্রজেক্ট ম্যানেজার মাহামুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। কর্মশালায় সংবাদ তৈরি, ছবি ও ভিডিও ধারণের নানা বিষয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের রংপুর ব্যুরো প্রতিনিধি মাজহারুল মান্না। এতে আরও বক্তব্য রাখেন, ইয়ুথলিড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফেরদৌস আলমম, মনিটরিং অফিসার সাজ্জাদ ওয়াহিদ, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চঞ্চল, উত্তর ধরলা প্রেক্লাবের সভাপতি এমএস সাগর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএস খোকনসহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মী।