ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও মশাখালী ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল আলম খোকন এর কবর জিয়ারত করেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট আল ফাতাহ্ খান।
গত শুক্রবার বিকেলে তিনি মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের খোকনের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার কবর জিয়ারত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আশরাফুল আলম খোকন ৫০ বছর বয়সে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন।